রাজনীতি ৩১ জানুয়ারি, ২০২৩ ১১:২১

ভরাডুবি থেকে বাঁচল আ.লীগ, সভাপতিসহ বিএনপির ১০ পদে জয় 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১০ পদে বিএনপি জয়লাভ করেছেন। এদিকে, তীরে এসে আরেকটু হলেই ভরাডুবির কালিমা মাখতে নিয়েছিলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সব মিলিয়ে পদ সংখ্যা ১৫ টি। যার মধ্যে আওয়ামী লীগ ৫টি, বিএনপি ৯টি ও স্বতন্ত্র প্রার্থী ১টি পদে নির্বাচিত হয়েছে। 

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জাকারিয়া মোল্লা (বিএনপি) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুদ আলম (স্বতন্ত্র)। এছাড়াও সহ-সভাপতি পদে খান মোহাম্মদ খলিলুল্লাহ জসিম (আ.লীগ), রিয়াজুল ইসলাম মানিক (আ.লীগ), সহ-সাধারণ সম্পাদক আকলিমা আক্তার সুপ্তি (বিএনপি), কোষাধ্যক্ষ হযরত আলী (আ.লীগ), লাইব্রেরি সম্পাদক মমিনুল হক চৌধুরী (বিএনপি), দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন সুজন (বিএনপি), সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তাফা (বিএনপি), মহিলা বিষয়ক সম্পাদক অনন্যা ইসলাম (বিএনপি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গাজী শাহরিয়ার রকি (আ.লীগ)।

কার্যকরী সদস্যদের মধ্যে প্রথম হয়েছেন মো. নূর হোসেন (বিএনপি), দ্বিতীয় হয়েছেন সাইফুল বিন আলী সাগর (বিএনপি), তৃতীয় হয়েছেন মাহাবুব ঢালী (বিএনপি), চতুর্থ হয়েছেন ফয়সাল আহাম্মেদ প্রিন্স (আ.লীগ) বিজয়ী হয়েছেন।

এসময় নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নাছিমা আক্তার। বেশ সুস্থ ভাবে  আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন হয় বলে জানা গিয়েছে। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন হান্নান জুয়েল, জাকারিয়া ইসলাম কাঞ্চন, হোসেন আলী ও আখতারুজ্জামান আবুল।

আমাদের কাগজ/এমটি