সারাদেশ ১ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৪৫

চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল উদ্ধার

আমাদের কাগজ রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জে- আসনের উপনির্বাচনে একটি ভোটকেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সময় ভোট কেন্দ্রের মাঠ থেকে একটি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। বুধবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরুর পরই আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের আব্দুল ওদুদ স্বতন্ত্রপ্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের মধ্যে ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মাঠে বোমা পাওয়া যায়। পরে র‌্যাবের একটি দল ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় বোমাটি উদ্ধার করে।

র‌্যাবের একটি দল এসে আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মাঠ থেকে অবিস্ফোরিত অবস্থায় ককটেলটি উদ্ধার করে।

আসনে ভোটার সংখ্যা চার লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ হাজার ৬১২ জন, পুরুষ ভোটার দুই লাখ পাঁচ হাজার ৮৮৩ জন। আসনটির ১৭২টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৯৭টি।

এই আসনে প্রার্থী মাত্র তিনজন। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের আব্দুল ওদুদ (নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কামরুজ্জামান খান (টেলিভিশন) এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সামিউল হক লিটন (আপেল)

ছাড়া চাঁপাইনবাবগঞ্জ- আসনে মোট ভোটার চার লাখ হাজার ৪৫০ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ হাজার ২৮০ জন, পুরুষ ভোটার দুই লাখ এক হাজার ১৭০ জন। আসনটির ১৮০টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১২২।

নাচোল, গোমস্তাপুর ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে দলীয় প্রার্থী চারজন, স্বতন্ত্র দুজন। দলীয় প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মু. জিয়াউর রহমান (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুর রাজ্জাক (লাঙ্গল), জাকের পার্টির গোলাম মোস্তফা (গোলাপ ফুল) বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) নবীউল ইসলাম (টেলিভিশন)

আসনে স্বতন্ত্র দুজনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তারা হলেন- মোহাম্মদ আলী সরকার (আপেল) খুরশিদ আলম বাচ্চু (মাথাল)

 

 

 

আমাদের কাগজ/টিআর