মুক্তিযুদ্ধ ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:০১

শহীদ বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের স্মরণে বৃত্তি ও সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১২ নং গোয়ালমারি ইউনিয়নের ১৬ নং জামালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অডিটোরিয়াম হল রুমে সকাল ১১ঘটিকায় শহীদ বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের স্মরণে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও শহীদ বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয় ।

জামালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এড. মহসিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাসান বারী নূর, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) টেকনাফ কক্সবাজার । 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বীর মুক্তিযোদ্ধারা আমাদেরকে স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ দিয়েছে। মুক্তিযোদ্ধাদের এ ঋণ কখনো শোধ হবার নয়, তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। উপস্থিত অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন আপনাদের সন্তানকে সু- শিক্ষিত করতে হলে তাদের কাছ থেকে স্মাট মোবাইল ফোন দুরে রাখতে হবে । সর্ব সময় তাদের প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে ।

মোহাম্মদ হাসান বারী নূর আরো বলেন, অত্র প্রতিষ্ঠানের আমি একজন সাধারণ ছাত্র ছিলাম আজ আমি সকলের দোয়ায় এ অবস্থায় এসেছি তোমরাও তো এ বিদ্যালয়ের মেধাবী ছাত্র আমার তোমরাও একদিন দেশের নেতৃত্ব দিবে দেশ পরিচালনা করবে বলে আমি বিশ্বাস করি । এ প্রতিষ্ঠানে পড়াশুনা করছি আজ আমি আমার প্রতিষ্ঠানের অনুষ্ঠানের প্রধান অতিথি তাই আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি । আজ এবং আগামিতে তোমাদের উচ্চ শিক্ষায় সার্বিক সহযোগিতা থাকবে ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালকান্দি ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব ও সহকারী প্রধান শিক্ষক মো. মাহবুব -উল আলম এবং সমাজ সেবক ও প্রবাসী শমসের রহমান,হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলেখা আক্তার,সমাজ সেবক ও প্রবাসী জিল্লুর রহমান বাদল, এড. ফরিদা ইয়াসমিন।

 আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওসার খান, কাজী ইকবাল, শাহ আলম মোল্লা, মোহাম্মদ সুমন ও মাওলানা মজিবুর রহমানের সার্বিক সহযোগিতায়, শহীদ মুক্তিযোদ্ধা সাইদুর রহমান স্মৃতি বৃত্তি প্রাপ্ত ১৯জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
এসময় সাম্প্রতিক বছরে হত্যাকান্ডের শিকার মরহুম ফারুক মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা করা হয়।

আমাদেরকাগজ/ এইচকে