রাজনীতি ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৬:১৯

মির্জা ফখরুলকে গণতন্ত্রের সংজ্ঞা পড়তে বললেন হানিফ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণতন্ত্রের সংজ্ঞা ভালো করে পড়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে কৃষক লীগ আয়োজিত রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘আপনারা পদযাত্রা করেন, আপনারা সমাবেশ করেন, কত নাটক করছেন? কী করেন? আপনাদের লক্ষ্যটা কী? কোন লক্ষ্য নিয়ে কাজ করছেন। আপনারা বলেন গণতন্ত্র নাই, গণতন্ত্র উদ্ধার জন্য? গণতন্ত্র কোথায় গেছে? প্রতিদিন আপনারা সভা, সমাবেশ করছেন, মিছিল করছেন, প্রতিদিন টেলিভিশনে মিথ্যাচার করছেন, সরকারের বিরুদ্ধে মিথ্যা বিষোদগার করছেন। তারপরও বলেন গণতন্ত্র নাই। গণতন্ত্রের সংজ্ঞাটা কী? আপনি সেটা ভালো করে পড়ে আসুন। তারপর গণতন্ত্রের কথা বলেন।’

তিনি বলেন, ‘আজ বিএনপি ও জামায়াত, যারা সবসময় সরকারবিরোধী মিথ্যাচার ও সমালোচনা করে, যারা এ দেশের উন্নয়ন দেখতে পারে না বা চোখে দেখে না। আমি এর আগে বহুবার বলেছি, তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধিতা করছে। আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করা মানে উন্নয়নের বিরোধিতা করা, কারণ, বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সরকার। সেই সরকারের বিরোধিতা করা মানে দেশের উন্নয়নের বিরোধিতা করা, দেশে অগ্রগতির বিরোধিতা করা।

হানিফ বলেন, ‘ঢাকা শহরকে একটি আধুনিক শহর করার জন্য, যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করার জন্য মেট্রোরেল চালু হয়েছে। আজ পাতাল রেলের নির্মাণ কাজের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ এক ঐতিহাসিক মাইলফলকে রূপান্তরিত হয়েছে। আমরা সবসময় বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকা মানে বাংলাদেশ এগিয়ে যাওয়া। দেশের উন্নয়ন হওয়া। মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া। সেটা বার বার প্রমাণ হয়েছে।’

আমাদেরকাগজ/এইচএম