শিক্ষা ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:৫৮

মেহেরপুরে হচ্ছে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর জেলার মুজিবনগরে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয় বিল-২০২৩’ জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী দীপু মনি জাতীয় সংসদে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিল–২০২৩’ পাসের জন্য উত্থাপন করেন।

বিলটির পাশের বিরোধিতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়িাম সদস্য ফখরুল ইমাম, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং রওশন আরা মান্নান। তারা বিলটির গুরুত্ব বিবেচনা করে বিলটি জনমত যাচাই করার কথা বলেন।

বিলের ওপর দেয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো এ সময় ভোটে দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে শিক্ষামন্ত্রী দীপু মনি বিলটি পাশের প্রস্তাব করলে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

আমাদেরকাগজ/এইচএম