সারাদেশ ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:০২

ডাকাতির টাকায় কিনতেন জমি গড়তেন বিল্ডিং

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: পুলিশি পরিচয়ে ডাকাতি দেখাতেন অস্ত্রের ভয় । একপর্যায় সর্বস্ব কেড়ে নিয়ে দিতেন রেহাই । পুরান ঢাকায় ফল বিক্রির পেছনে এই সব করতেন একদল দুস্কৃতিকারী। জানা যায়, আগে থেকেই প্লান অনুযায়ী পরিকল্পিত থাকে সব। নজর রাখতেন বিভিন্ন ব্যাংক,ব্যাবসায় লেনদেন এরকম বেক্তিকে টার্গেট করে এবং গতিরোধ করে লুটে নিতেন সব। বিষয়টি নিশ্চিত করেছেন  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন রসিদ। 

গত কাল (২ ফেব্রুয়ারি) লালবাগ থেকে এ ঘটনায় ডাকাত চক্রের চার জনকে আটক করা হয়েছে। আটকের সময় নগদ টাকা সহ চারটি মোবাইলসহ ডাকাতিতে ব্যবহিত দুটি মোটরসাইকেলও উদ্ধার করেন পুলিশ। 

জানা যায়, এই ঘটনায় লিপ্ত বেক্তিরা এলাকায় কেউ ঠিকাদার আবার কেউ বিভিন্ন দলের নেতাও। ডাকাতির টাকা ব্যাবসার কাজে লাগান। 

টাকার ভাগ প্রসঙ্গে জানা যায়, মাস্টার মাইন্ড যিনি তার দুই ভাগ,যে অস্ত্র চালান তার ২ ভাগ আর বাকি দলের সদস্যরা পান ১ ভাগ । তার মধ্যে বাইক চালকও রয়েছেন। সূত্র: ডিবিসি 

আমাদের কাগজ/এমটি