খেলাধুলা ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:২৪

মালিকের ১৮ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০০ ম্যাচ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের বয়স ৪১ শেষ করেছে ৪২-এ পা দিয়েছে। অবশ্য বয়স বাড়লেও এই পাকিস্তানি ক্রিকেটার যেন চিরতরুণ হয়েই সবুজ মাঠে বিচরণ করছেন। এখনও চরম ফিট এই ক্রিকেটার। এই বয়সেও বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ দাপিয়ে বেড়াচ্ছেন মালিক। এই পাকিস্তানি ক্রিকেটার নিজের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে ছুঁয়েছেন পাঁচশ এর মাইলফলক। ১৮ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০০ ম্যাচ খেলে ফেলেছেন মালিক।

২০০৫ সালের ২৬ এপ্রিল শিয়ালকোট স্ট্যালিওনসের হয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছেন এই পাকিস্তানি ক্রিকেটার। এরপর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে মোট ২৭টি দলের হয়ে পাঁচশ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৪১ বছর বয়সী মালিক। নিজের ক্যারিয়ারের পাঁচশতম টি-টোয়েন্টি ম্যাচে মালিক মাঠে নেমেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে।

অবশ্য পাঁচশতেই থামছেন না মালিক। বিপিএলে খেলে এরপর পাড়ি জমাবেন নিজ দেশ পাকিস্তানে। সেখানে ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান প্রিমিয়ার লিগেও মাঠে নামবেন এই ক্রিকেটার। টি-টোয়েন্টি ফরম্যাটে মালিকের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন আর মাত্র দুইজন ক্রিকেটার।

দুইজনই ক্যারিবিয়ান। বিশ্বজুড়ে টি-টোয়েন্টির হটকেক কিয়েরন পোলার্ড আছেন এই তালিকার শীর্ষে। প্রথম ক্রিকেটার হিসেবে পোলার্ড খেলেছেন ছয়শ’রও অধিক টি-টোয়েন্টি ম্যাচ। ১৬ বছরের ক্যারিয়ারে ৬১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পোলার্ড।

এই তালিকার দুইয়ে আছেন ড্যারেন ব্রাভো। তিনি খেলেছেন ৫৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ। পাঁচশ টি-টোয়েন্টি ম্যাচ খেলার পথেই ছিলেন ক্রিস গেইল এবং রবি বোপারা। তবে দুই ক্রিকেটারেরই খেলার পরিমাণ কমে গেছে। গেইল তো খেলছেন না অনেকদিন ধরেই ৪৬৩ ম্যাচ খেলেই তাই গেইল বিশ্রামে আছেন। অন্যদিকে রবি বোপারা খেলেছেন ৪৩৯ ম্যাচ। আরেক ক্যারিবিয়ান সুনীল নারিন ৪৩৫ ম্যাচ খেলে পাঁচশ ছোঁয়ার দৌড়ে ভালোভাবেই আছেন।

আমাদেরকাগজ/ এইচকে