বিনোদন ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০২

জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত তাহসান

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নিয়মিত গানের পাশাপাশি অভিনয়ও করছেন। এর পাশাপাশি তারা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকেন। সম্প্রতি নতুন খবর সামনে এসেছে।

তিনি আবারও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত হয়েছেন। তিনি বেশ কয়েক বছর ধরে শরণার্থীদের জন্য নিয়মিত কাজ করছেন। সেই ধারাবাহিকতায় সোমবার (৬ জানুয়ারি) তিনি শরণার্থীদের সঙ্গে আরও দুই বছরের জন্য কাজ করার চুক্তি করেন।

এ প্রসঙ্গে তাহসান বলেন, ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত হিসেবে মানবতার কণ্ঠস্বর হিসেবে কাজ করা সম্মানের। আমি আগামী দিনে শরণার্থীদের জন্য আমার কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।

তিনি আরও বলেন, "আমি আশা করি, ইউএনএইচসিআর-এর সাথে কাজ করার মাধ্যমে, আমি শরণার্থীদের সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং স্থানীয় জনগণ ও শরণার্থীদের মধ্যে সম্প্রীতি আনতে বড় ভূমিকা রাখতে পারব।"

তাহসান খান ২০১৯ সাল থেকে ইউএনএইচসিআর-এর সাথে কাজ করছেন শরণার্থীদের সম্পর্কে জানতে এবং জানাতে। তিনি প্রতিবছর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যান।

আমাদেরকাগজ/এইচএম