খেলাধুলা ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০৪:৩৩

নাগপুর টেস্টে ইনিংস পরাজয় হলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দল অস্ট্রেলিয়া। ভারতে খেলতে গিয়ে প্রথম ম্যাচেই নাকানি চুবানি খেয়েছে প্যাট কামিন্সের দল। বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— সব বিভাগেই সফরকারীদের গুঁড়িয়ে দিয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে মাত্র আড়াই দিনেই ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-০ এগিয়ে গেল রোহিত শর্মার দল।

তৃতীয় দিন শনিবার অস্ট্রেলিয়া এক সেশনেই হারায় ১০ উইকেট। টার্নিং আর নিচু বাউন্সের উইকেটে দ্বিতীয় ইনিংসে সফরকারীরা অল আউট হয় স্রেফ ৯১ রানে, যা ভারতের বিপক্ষে তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

এবার ৫ উইকেট নেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারী বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার জাদেজার প্রাপ্তি এবার ২টি।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে গুটিয়ে দিয়ে ভারত করে ৪০০ রান। সেখানেও ব্যাট হাতে বড় অবদান রাখেন জাদেজা। চোট কাটিয়ে প্রায় ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে ১৮৫ বলে তিনি খেলেন ৭০ রানের ইনিংস।

৯ নম্বরে নেমে ১৭৪ বলে ৮৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন আকসার প্যাটেল। ৪৭ বলে ৩৭ রান করেন পেসার শামি। অধিনায়ক রোহিত সেঞ্চুরি উপহার দেন আগেই।

ব্যাটসম্যানদের হতাশার মাঝে অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে আলো ছড়ান টড মাফি। অভিষিক্ত তরুণ অফ স্পিনার ১২৪ রানে নেন ৭ উইকেট, অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকে যা ষষ্ঠ সেরা বোলিং।
 

আমাদেরকাগজ/ এইচকে