শিক্ষা ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:১৩

গুচ্ছ নয়, নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিতে চায় ইবি

ইবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বের হয়ে আসতে চায় ইসলামী বিশ্ববিদ্যালয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছেন শিক্ষক নেতারা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, গুচ্ছ পরীক্ষার নানান অব্যবস্থাপনা এবং শিক্ষার্থী সংকটের বিষয়গুলো আমলে নিয়ে নিজেদের ব্যবস্থাপনায় পরীক্ষা আয়োজনের পক্ষে মত দিয়েছেন শিক্ষকরা। খুব শিগগিরই বিষয়টি চিঠি আকারে উপাচার্যকে জানানো হবে। একাডেমিক কমিটির সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আমাদেরকাগজ/এইচএম