সারাদেশ ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩৬

সাতক্ষীরায়

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বার্ষিক ওরছ শরীফ

নিজস্ব প্রতিবেদক : 'স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা' এ মহান ব্রতকে সামনে রেখে চলা সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সুফী-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৯ তম বার্ষিক ওরছ শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে ২৮ মাঘ  ১১ ফেব্রুয়ারি শনিবার সকালে আখেরী মোনাজাত'র মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। 

২৬,২৭,২৮ মাঘ ৯,১০,১১ ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী পবিত্র ওরছ শরীফের আখেরী মোনাজাত অনুষ্ঠানে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি'র সভাপতিত্বে ও পরিচালনায় বায়াত ও দরবারে আহছান সম্পর্কে আলোচনা রাখেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো: আবু সাঈদ জিহাদী। 

দরবার শরীফে আসার স্বার্থকথা সম্পর্কে আলোচনা রাখেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ ড.আবদুল মজিদ।  আরো আলোচনা রাখেন হবিগঞ্জ আহ্ছানিয়া মিশনের আবু তৈয়ব মো: মাহবুবে খোদা,খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জীবনাদর্শ সম্পর্কে আলোচনা রাখেন খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর মহাপরিচালক আলহাজ্জ এ এফ এম এনামুল হক। 

ভক্তের পত্র থেকে পাঠ করেন চট্রগ্রাম আহ্ছানিয়া মিশনের আলহাজ্জ রাশেদ আহমেদ। মুর্শিদী পেশ করেন মো: আনিছুর রহমান (নলতা শরীফ), মো: আবতাব হোসেন বাচ্চু (মহানগর আহ্ছানিয়া মিশন, ঢাকা), মো: মাসুম বিল্লাহ (নলতা আহ্ছানিয়া ফাজিল মাদ্রাসা)। নাত-এ রসুল পেশ করেন মাঘরী আহ্ছানিয়া মিশনের মো: ফিরোজ আলম। হামদ পরিবেশন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের মো: মানছুরুর রহমান।

মিলাদ শরীফ ও ফাতেহা পাঠ করেন হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন কুলিয়া জামে মসজিদের ক্বারী মো: কবিরুল ইসলাম এবং পবিত্র কোরআন শরীফ খতম করেন হাফেজ মো: হাবিবুর রহমান। 

আখেরী মোনাজাতকে কেন্দ্র করে পাক রওজা শরীফ, মাহফিল মাঠ, মসজিদ, রাস্তা-ঘাট সহ নলতা শরীফ এলাকা আল্লাহ আল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। আখেরী মোনাজাত শেষ হলে সবাইকে যার যার অবস্থানে ফিরে যেতে হবে ভেবে আহ্ছানপ্রেমিকবৃন্দ কাঁন্নায় ভেঙ্গে পড়ে। 

শনিবার সকাল সোয়া ১০ টা হতে প্রায় আধাঘণ্টা ব্যাপী আখেরী মোনাজাতে বাংলাদেশ, বিশ্ববাসী তথা মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবশেষে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো: আবু সাঈদ জিহাদী। 

পরে একইদিন বেলা ১২ টা হতে নলতা শরীফ শাহী জামে মসজিদের ২য় তলায় অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি'র সভাপতিত্বে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মিশনের সাবেক সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: এনামুল হক, কার্যনির্বাহী পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আজীবন ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

আমাদেরকাগজ/ এইচকে