খেলাধুলা ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:৪২

বিপিএল এলিমিনেটর

বরিশালের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে রংপুর

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে শিরোপার স্বপ্ন বাঁচাতে রংপুরের অধিনায়ক সোহান বরিশালের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে বরিশালের পক্ষে নেতৃত্বে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।।

গ্রুপ পর্ব শেষে তালিকার তিনে এবং চারে থাকা রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল মুখোমুখি হয়েছে এলিমিনেটর ম্যাচে। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।

ম্যাচ জয়ের লক্ষ্যে দুই দলই একাদশে পরিবর্তন এনেছে। এরমধ্যে প্লে অফের জন্য রংপুর রাইডার্সের উড়িয়ে আনা চার বিদেশি ডোয়াইন ব্রাভো, দাসুন শানাকা, মুজিব উর রহমান এবং নিকোলাস পুরানই এদিন মাঠে নেমেছেন। দারুণ ফর্মে থাকা আজমতউল্লাহ ওমরজাইকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছে রাইডার্সস কর্তৃপক্ষ।

অন্যদিকে বরিশাল শিবির মাঠে নামিয়েছেন আইএল টি-টোয়েন্টি খেলে আসা ভানুকা রাজাপাকসে এবং আন্দ্রে ফ্লেচারকে। পাকিস্তানি দুই রিক্রুট মোহাম্মদ ওয়াশিম এবং ইফতিখার আহমেদের বদলে মাঠে নেমেছেন তারা।

রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, রনি তালুকদার, শামীম পাটওয়ারি, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, শেখ মাহেদী হাসান, ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, নিকোলাস পুরান এবং দাসুন শানাকা।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বী, সৈয়দ খালেদ আহমেদ, সানজামুল ইসলাম, ডোয়াইন প্রিটোরিয়াস, করিম জানাত, ভানুকা রাজাপাকসে এবং আন্দ্রে ফ্লেচার।

আমাদেরকাগজ/ এইচকে