সারাদেশ ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:১৬

জনপ্রতিনিধিদের কোরআন ছুঁয়ে শপথ করালেন এমপি, ভিডিও ফাঁস 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের শপথ করিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তাও শুধু মুখে নয়, পবিত্র কোরআন শরিফে হাত রেখে শপথ বদ্ধ হন তারা । জনপ্রতিনিধিদের শপথ করানোর সেই দৃশ্য মোবাইলে ধারণ করেও রাখেন তিনি। রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে শপথ করানোর ভিডিও ফাঁস হয়। এরপর থেকে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় বইছে।

এদিকে শপথের ভিডিও প্রকাশ পাওয়ার পরে রোববার রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গেছে।

সংসদ সদস্যের প্রতি আনুগত্যের শপথ করেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌর মেয়র ওয়েজ উদ্দিন বিশ্বাস, মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলসহ তানোর ও গোদাগাড়ী বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর মেয়রগণ।

কোরআন হাতে শপথ গ্রহণের বিষয়টি স্বীকার করেন গোদাগাড়ী পৌর মেয়র ও গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়েজ উদ্দিন। তিনি বলেন, আমরা সংসদ সদস্যের প্রতি আনুগত্য থাকার শপথ নিয়েছি। এ সময় অনেকেই ছিল সবাই কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেছেন।

ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর টেবিলে রাখা আছে কোরআন। তাতে হাত রেখে এক এক করে শপথ করছেন ইউপি চেয়ারম্যানরা। এমপি ওমর ফারুক চৌধুরী নিজেই সে চিত্র ভিডিও করছেন।

ভিডিওতে পবিত্র কোরআনে হাত রেখে গোদাগাড়ীর দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলকে বলতে শোনা যায়, আমি প্রধানমন্ত্রীর বিপক্ষে কোনোদিন যাব না। সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নির্দেশনা অনুসারে এলাকায় দলীয় কার্যক্রম পরিচালনা করব।এ সময় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন, ‘নৌকার সঙ্গে বেইমানি করব না।’ তখন কোরআনে হাত রেখে সোহেলও একই কথা বলেন।

সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী শপথ করানো শেষে উপস্থিত ১১ জনের সঙ্গে ছবিও তোলেন। 

ছবিতে গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাসসহ গোদাগাড়ীর ৯টি ইউপির চেয়ারম্যানদের দেখা যায়।

এই ১১ জনের মধ্যে কয়েকজন ছাড়া সবাই আগে থেকেই এমপি ওমর ফারুক চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

শপথ করানোর ভিডিও ফাঁস হওয়ার পর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন গোদাগাড়ীর দেওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান আক্তার।তিনি লিখেছেন, ‘একজন রাজনৈতিক নেতা রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে তার নিজস্ব নেতাকর্মীকে অনুগত রাখার জন্য পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করাতে হয়!’

এ বিষয়ে এমপি ওমর ফারুক চৌধুরী বলেন, ‘তাদের মন চেয়েছে যে, তারা সামনের দিনে ঐক্যবদ্ধ থাকবে এবং ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। এটাই তাদের নিয়ত। আমার সঙ্গে থাকবে এটাও বলেছে। কয়েকজন আগে আমার বিরোধিতা করেছে। সে জন্যই তারা মনে করছে যে তাদের শুদ্ধ হওয়া দরকার। শপথ নেওয়া দরকার। তাই তারা নিজেরাই শপথ নিয়েছেন। কাউকে বাধ্য করা হয়নি।’


আমাদের কাগজ/এমটি