খেলাধুলা ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:৪৮

আইপিএলের নিলামে দল পাননি জাহানারা

স্পোর্টস ডেস্ক : নারী আইপিএল দিয়ে ক্রিকেটে প্রথমবারের মতো নারীদের ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন করতে যাচ্ছে তারা। এর আগে অবশ্য ‘ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ নামে একটি টুর্নামেন্ট হতো। যেখানে দুটি আসর খেলেছেন জাহানারা আলম। কিন্তু নারী প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) দল পাননি বাংলাদেশি পেসার।

বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমকে দলে নিতে আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি। তিনি নিলামে অবিক্রিত আছেন। সোমবার, ১৩ নারী আইপিএলের নিলামে হচ্ছে। নিলাম পরিচালনা করবেন মালিকা আদভানি নামের এক নারী।

তিনি মডার্ন অ্যান্ড কনটেম্পোরারি ইন্ডিয়ান আর্ট অ্যান্ড পার্টনার কোম্পানিতে পরামর্শক হিসেবে আছেন। ডব্লিউপিএল এর নিলামে কমপক্ষে ১৫ ও সর্বোচ্চ ১৮ খেলোয়াড় রাখতে পারবে দলগুলো। আর এজন্য ৯ কোটি রূপি খরচ করতে পারবেস দারা। দলে সর্বোচ্চ বিদেশি খেলোয়াড় রাখতে পারবে ৬ জন।

এবারের নিলামে অংশ নেবেন ৪০৯ খেলোয়াড়। যার মধ্যে ২৪৬ ক্রিকেটার ভারতীয় এবং ১৬৩ বিদেশি ক্রিকেটার। 

আমাদেরকাগজ/ এইচকে