রাজনীতি ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:০৯

সরকারি দল না করলে চাকরি মেলে না: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: সরকারি দল না করলে চাকরি মেলে না, ব্যবসা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘বৈষম্যের কারণে মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হয়ে যাচ্ছে। ধনী ও দরিদ্রের ব্যবধান বেড়ে যাচ্ছে। তাই আমরা আইনের শাসন চাই। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিতে দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। দেশের মানুষের সম্মান, সম্পদ ও জীবনের নিরাপত্তা নেই। বৈষম্যের কারণে একটি অসম রাষ্ট্র তৈরি হচ্ছে। এমন একটি দেশের জন্য মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি।’

যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ হচ্ছে না দাবি করে জি এম কাদের বলেন, জিপিএ বাড়ছে, সার্টিফিকেট বাড়ছে। কিন্তু সঠিক শিক্ষাব্যবস্থার অভাবে শিক্ষার মান বাড়ছে না। কর্মমুখী শিক্ষাব্যবস্থার পদক্ষেপ নেই। ফলে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলছে। বেসরকারি পর্যায়ে উন্নত মানের শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি হচ্ছে যেগুলো অত্যন্ত ব্যয়বহুল। সাধারণ মানুষের পক্ষে এমন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের পড়াশোনা চালানো সম্ভব হয় না। তাই বেশিরভাগ মানুষের পক্ষে সন্তানের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়েছে।

আমাদেরকাগজ/এইচএম