সারাদেশ ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:২০

টিএসসিতে ছাত্র অধিকারের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের হামলা, আহত ৫০ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেতাকর্মীরা ক্যাম্পাসে এলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের উপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে। 

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিএসসিতে আসা নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে টিএসসি প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এসময় সাংবাদিকদের ওপরও তেড়ে আসে ছাত্রলীগ কর্মীরা। 

হামলায় গুরুতর আহত  ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ জানান, ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টিএসসিতে আমাদের পূর্ব নির্ধারিত কেক কাটা ও র‌্যালির কর্মসূচি ছিল। আজ সকালে আমাদের নেতাকর্মী র‌্যালি বের করার জন্য টিএসসিতে জড়ো হয়। আমরা এসে দেখি ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে টিএসসিতে মহড়া দিচ্ছে। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বের করতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে অতর্কিত আমাদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের হামলায় আমাদের ৪০-৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, এ ঘটনার কোনো কিছু আমি জানি না। আমি খোঁজ নিচ্ছি।

আমাদের কাগজ/এমটি