খেলাধুলা ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:১৩

২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে

বাংলাদেশকে ১৯০ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচ আসরে টিকে থাকতে দুই দলের জন্যই আজকের ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। হাইভোল্টেজ এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১৯০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে কিউইরা।
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি কেপ টাউন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন। টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে কিউই মেয়েরা। উদ্ধোধনী জুটিতে ৭৭ রান তুলেন বার্নাডিন বেজুইডেনহাউট ও সুজি বেটস।

দলীয় ৭৭ রানে ২৬ বলে ৪৪ রান করে আউট হন বেজুইডেনহাউট। এরপর উইকেটে আসেন অ্যামেলিয়া কের। কেরকে সঙ্গী করে রানের চাকা সচল রাখেন বেটস। তবে পরক্ষনেই টাইগ্রেসদের হয়ে জোড়া সাফাল্য এনে দেন স্পিনার ফাইমা খাতুন। দলীয় ১০৭ রানে ১৩ বলে ১৬ রান করে অ্যামেলিয়া কের ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন কিউই অধিনায়ক সোফি ডিভাইন।

নিউজিল্যান্ডের হয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সুজি বেটস ও ম্যাডি গ্রিন। ৪৩ বলে অর্ধশতক পূর্ণ করেন বেটস। এরপর আর কোনো উইকেট না হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রানের পাহাড়সম পুঁজি পায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত কিউইদের হয়ে সুজি বেটস ৬১ বলে ৮১ ও ম্যাডি গ্রিন ২০ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নেন ফাহিমা খাতুন। আরেকটি উইকেট পান স্বর্ণা আক্তার।

আমাদেরকাগজ/ এইচকে