বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০৪:১৯

প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক-টুইটার অ্যাকাউন্ট নেই

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ সম্প্রতি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অফিসিয়াল একাউন্ট আছে বলে প্রচার করা হচ্ছে। এনিয়ে সক্রিয় হয়েছেন কিছু অসাধু লোকও। যা নিয়ে নানা মহলে চলছে কানাঘোসাও। এবার এ বিষয়টি খোলসা করলেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস। তিনি নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রীর কোন ফেসবুক-টুইটার অ্যাকাউন্ট নেই। 

জানা যায়, এখন একটি টুইটার অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল অ্যাকাউন্ট হিসেবে প্রচার করা হচ্ছে, যা মোটেও সত্য নয়।  

এনিয়ে সহকারী প্রধানমন্ত্রীর প্রেসসচিব জানান, একটি টুইটার একাউন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল একাউন্ট বলে প্রচার করা হচ্ছে। কিন্তু বিষয়টি একেবারেই ঠিক নয়।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একাউন্ট নেই। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস। 

আমাদের কাগজ/এমটি