দুর্যোগ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২০

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত ৪৬ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন লাখ লাখ মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুধু তুরস্কে ৪০ হাজার ৬৪২ জনের মৃত্যু হয়েছে। আর সিরিয়ার সরকার ও দেশটিতে জাতিসংঘের কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সিরিয়ায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ৮০০ জন।

আল জাজিরার মতে, ভূমিকম্পের ১২তম দিনে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছিল। উদ্ধার কাজ এখনও চলছে। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা।
 

আমাদেরকাগজ/এইচএম