সারাদেশ ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:২৯

বইমেলায় বোমা হামলার হুমকি ডগ স্কোয়াড অভিযান

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে পালিত হচ্ছে একুশে বইমেলা। বোমা হামলার হুমকি পাওয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বইমেলায় নিরাপত্তা বাড়ানো হয়।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, মেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিট বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে। ভয়ের কোনো কারণে নেই। লেখক ও পাঠকরা নির্ভয়ে মেলায় আসতে পারেন।

একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজ সকালে ডগ স্কোয়াডের মাধ্যমে মেলায় অভিযান শুরু করে পুলিশের একটি টিম। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আলামত পায়নি পুলিশ।

এর আগে, শাহবাগ থানায় করা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাধারণ ডায়েরিতে বলা হয়, ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় আনসার মাওলানা সাইফুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি আতঙ্কিত। পরে এ বিষয়ে শাহবাগ থানায় জিডি করা হয়েছে।

চিঠিতে লেখা হয়, রাজধানীর যাত্রাবাড়ীতে দেহব্যবসা বন্ধ না হলে পাকিস্তানের করাচীর মতো পুলিশ সদর দপ্তরে বোমা মেরে পুলিশকে হত্যা করা হবে। এছাড়া অমর একুশে বইমেলাতেও বোমা মারা হবে।

আমাদের কাগজ/এমটি