জাতীয় ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০৪:৪৫

বিমানের আয়নার পেছন মিলল সাড়ে ৪ কোটি টাকার সোনা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ এতদিন নানা ভাবে স্বর্ণের কালোবাজারি চলে আসলেও এবার একটু ভিন্ন পন্থায় মোড় নিয়েও পাননি নিস্তার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের টয়লেট থেকে ৪০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, ঢাকা কাস্টমস কর্তৃপক্ষের প্রায় ২ ঘণ্টা অভিযানের পর বেড়িয়ে আসল অভিনব কায়দায় লুকিয়ে রাখা ওই স্বর্ণের বারগুলো। করা হয়ে জব্দ।

তবে ঘটনার সাথে কেবা কারা যুক্ত রয়েছে তা জানা যায়নি। জব্দকৃত সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এই অভিযান চলে। 

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কাস্টমস হাউজের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকজন কর্মকর্তা স্বর্ণের বার জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মাসকট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।পরে বিমানের টয়লেটে থাকা আয়নার পেছনে কৌশলে লুকানো অবস্থায় ৪০টি স্বর্ণের বার জব্দ করা হয়। 
 

আমাদের কাগজ/এমটি