সারাদেশ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:৪১

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে মিলল রক্তাক্ত ইমামের লাশ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রক্তাক্ত শামসুল আলম (৩০) নামে এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কীভাবে ইমাম নিহত হয়েছেন সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। শনিবার দুপুরে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

শনিবার (২৫ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উখিয়া ২০নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

ঘটনার পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মসজিদের ইমাম নিখোঁজ হন। আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কোনো সন্ত্রসী গ্রুপ তাকে হত্যা করেছে। এই ঘটনার রহস্য খোঁজারা চেষ্টা চলছে।

উল্লেখ্য,২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমার সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধ সন্ত্রাসীদের হামলা ও গণহত্যার ঘটনায় লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দেয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রথম দিকে তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হলেও পরে শুধু মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া হয়। এ সময় বাংলাদেশে আসে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা শরণার্থী। 

আমাদের কাগজ/এমটি