অর্থ ও বাণিজ্য ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:৫৬

স্বর্ণের দাম ভরিতে কমল ১৬৭ টাকা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ নতুন দাম নির্ধারণ করে স্বর্ণের বাজারে স্বস্তি আনতে চলেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে সবচেয়ে ভালো মানের সোনার ভরি ৯১ হাজার ৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আগামীকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে সোনার এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

জানা যায়, সোনার দাম ভরিতে এক হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। 

উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবরের পর থেকে কয়েক ধাপে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছিল।

এর আগে স্বর্ণের দাম যা ছিল তা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ বলে জানা গিয়েছে। 


আমাদের কাগজ/এমটি