সারাদেশ ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০৪:২২

ব্রাহ্মণবাড়িয়ায় যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্রসহ ৩ যুবক আটক 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের সাথে থাকা মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টায় ওই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
  
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় মোটরসাইকেলে করে তিন অস্ত্রধারী যুবক আসছিলেন বলে আগাম খবর পেয়ে সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহরাব হোসাইন ও এসআই দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ আগে থেকে তল্লাশি বসায়। পরে তাদেরকে তল্লাশি করে আমেরিকার তৈরি একটি বিদেশি অটোমেটিক পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় বিদেশি পিস্তলসহ তাদের মোটরসাইকেলটিও।

ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার বাসস্ট্যান্ড এলাকায়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার সোনাইমুড়ি পতিশ এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে ফিরোজ মিয়া (৩৪), একই এলাকার কবির হোসেনের ছেলে মোহন মিয়া (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌর এলাকার মরহুম আবু জাহেরের ছেলে সাজ্জাদ হোসেন (৩০)।

মোহাম্মদ মোজাম্মেল হোসেন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের কাগজ/এমটি