খেলাধুলা ৪ মার্চ, ২০২৩ ১২:৫৯

ইন্দোরের পিচের কারণে শাস্তির মুখে ভারত

স্পোর্টস ডেস্ক : ভারতের ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে স্পিনিং পিচে মাত্র দুইদিন এবং একটি সেশনের মধ্যেই এই ম্যাচের ফল নির্ধারণ হয়ে গেছে। যেখানে নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে পরাজয় বরণ করে স্বাগতিক ভারত।

ইন্দোরে এমন পিচ বানানোর জন্য আইসিসির কঠিন শাস্তির মুখে পড়েছে ভারত। এই পিচকে বৈশ্বিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি ‘খারাপ’ আখ্যা দিয়েছে। সেইসঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ১৪ দিনের মধ্যে আবেদন করতে পারবে বিসিসিআই।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো মাঠের কোটায় যদি পাঁচ বছরের মধ্যে পাঁচ বা তার অধিক ডিমেরিট পয়েন্ট জমা হয়, তাহলে অন্তত ১২ মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবে না। ফলে ইন্দোরে ম্যাচ আয়োজনের ব্যাপারে এক প্রকার হুমকির মুখেই পড়েছে ভারত।

বুধবার ইন্দোরে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু হয়। তবে শুক্রবার প্রথম সেশনে মধ্যাহ্নভোজের বিরতির আগেই ম্যাচের ফল নির্ধারণ হয়ে যায়। ম্যাচের প্রথম দিন থেকেই পিচে যেভাবে বল টার্ণ করছিল, তা নিয়ে তুমুল সমালোচনা করছেন খোদ ভারত এবং অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা।

এর মধ্যেই শুক্রবার আইসিসির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, প্রথম দিন খেলা শুরু থেকেই ইন্দোরের পিচ স্পিনের জন্য সহায়ক ছিল। পুরো ম্যাচে যে ৩১ উইকেট পড়েছে, তার মধ্যে ২৬টি উইকেটই নিয়েছেন দু'দলের স্পিনাররা। আর মাত্র চারটি উইকেট পেয়েছেন পেসাররা ও একটি রানআউট হয়েছে।

ইন্দোর টেস্টে শেষ হয়ে যাওয়ার পর হোলকার স্টেডিয়ামের পিচ নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে আলোচনা করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। যেখানে ব্রড বলেছেন, ‘পিচটা অত্যন্ত শুকনো ছিল। ব্যাট এবং বলের মধ্যে ভারসাম্য ছিল না। ম্যাচের শুরু থেকে স্পিনারদের সহায়তা করেছে। ম্যাচের পঞ্চম বল পিচে পড়ে ছিটকে উঠেছিল। খুব সামান্য বা কোনোরকম সিম মুভমেন্ট ছাড়াই মাঝেমধ্যেই বল পিচে পড়ে ছিটকে গিয়েছিল। পুরো ম্যাচেই অতিরিক্ত এবং অসমান বাউন্স ছিল।’

আইসিসি আরও জানিয়েছে, ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে ইন্দোরের পিচকে ‘খারাপ’ বলে আখ্যা দেওয়া হয়েছে। সেইসঙ্গে ইন্দোরের কোটায় তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

আগামী ৯ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে চার ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ। এখন সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় রয়েছে দুই দেশের ক্রিকেট ভক্তরা।

আমাদেরকাগজ/ এইচকে