খেলাধুলা ৬ মার্চ, ২০২৩ ০১:২৪

মুশফিক-শান্তর জুটিতে বাংলাদেশের প্রতিরোধ 

স্পোর্টস ডেস্ক : শুরুতে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর প্রতিরোধ গড়েন মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্ত। দুজনে থিতু হতে বেশ সময় নিয়েছেন। পাওয়ার প্লেতে আসে মাত্র ৩৪ রান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রান তোলার চেষ্টা করছেন তারা। ৭৯ বলে দুজনের জুটির রান ফিফটি পূর্ণ করে। ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯০ রান।

পাওয়ার প্লের ১০ ওভারে ৪৩টি ডট, বাউন্ডারি ৪টি ১৭ রানে নেই দুই ওপেনার। এরপর দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্ত প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন। তবে স্ট্রাইকরোটেট করে খেলতে পারছে না দুজনে। তাদের নজর ক্রিজে থিতু হওয়া। তার প্রভাব পড়ছে পাওয়ার প্লেতে। ১০ ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা হয় ২ উইকেটে মাত্র ৩৪ রান। পাওয়ার প্লের ১০ ওভারে বাংলাদেশ ডট বলই খেলে ৪৩টি, অর্থ্যাৎ ৭.১ ওভার! বাউন্ডারি আসে মাত্র ৪টি। 

লিটনের পর ১১ রানে তামিমের বিদায় আবারও কারানের আঘাত। হালকা সুইং করা বলে ফ্লিক করতে চেয়েছিলেন তামিম। টাইমিং ঠিক হয়নি। বল চলে যায় পয়েন্টে। সহজ ক্যাচ ধরেন জেমস ভিন্স। শুরুতেই বাংলাদেশ হারালো ২ উইকেট। ৬ বলে ১১ রান করেন তিনি। এর আগে লিটন ফেরেন শূন্য রানে। ১৭ রানে দুই ওপেনারকে হারালো বাংলাদেশ।

টানা দুই ম্যাচে লিটনের শূন্য আবারও লিটন দাস আউট প্রথম ওভারে। টানা দুই ম্যাচে ফিরলেন শূন্য রানে। স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রথম ওভারেই বাইরেই বল খেলতে গিয়ে অযথা উইকেট বিলিয়ে এসেছেন এই ওপেনার। এর আগের ম্যাচে কারানের প্রথম বলেই ফেরেন শূন্য রানে। তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ৭, ০, ০। সিরিজে বাংলাদেশের ব্যাটিং ভরাডুবির অন্যতম কারণ শুরুতেই লিটনের আউট হয়ে যাওয়া। চট্টগ্রামে স্পোর্টিং উইকেটেও লিটন ব্যর্থ। 

বিশ্রামে তাসকিন, ব্যাটিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে  আজ সোমবার দুপুর ১২টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সিরিজের তিন ম্যাচেই বাংলাদেশ টস জিতে। ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে ইংল্যান্ড।  

বাংলাদেশ নেমেছে এক পরিবর্তন নিয়ে। বিশ্রামে রাখা হয়েছে তাসকিন আহমেদকে। একাদশে ঢুকেছেন ইবাদত হোসেন চৌধুরী। 

আমাদেরকাগজ/ এইচকে