সারাদেশ ৭ মার্চ, ২০২৩ ০৪:৩৬

পুলিশ সদস্যকে পেটালেন নারী, ভিডিও ভাইরাল

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ উল্টো পথে আসা নিয়ে নারায়ণগঞ্জে এক নারীর হামলার শিকার হয়েছেন ট্রাফিক পুলিশের সদস্য মো. সুলতান আহমেদ এর আগে গতকাল রবিবার (৫ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে যান চলাচল বন্ধে দায়িত্বরত ছিলেন তিনি। 

জানা যায়, সাইনবোর্ড থেকে চিটাগাং রোড বাসস্ট্যান্ডগামী একটি অটোরিকশা উল্টো পথে এলে তার গতিরোধ করতে সিগন্যাল দেন সুলতান। অতপর উল্টো পথে একটি অটোরিকশা আসতে দেখে গতিরোধ করতে সিগন্যাল দেন সুলতান। চালক তা অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা নিলুফার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে যায়। 

পরে অটোরিকশায় থাকা সেই নারী পুলিশ সদস্যের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।হামলার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় হামলাকারী নারী নিলুফা বেগমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৬ মার্চ) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

ঘটনা সূত্রে জানা যায়,  উত্তেজিত হয়ে ওই নারী ট্রাফিক পুলিশের সদস্য সুলতানের ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশ সদস্য সুলতান তা দিতে অস্বীকৃতি জানালে নিলুফা ও তার সঙ্গে থাকা লোকজন সুলতানের ওপর হামলা করে ব্যাপক মারধর করেন। এতে পুলিশ সদস্যের কটি ও ইউনিফর্ম ছিঁড়ে যায়। পরে স্থানীয় জনতা এগিয়ে এসে পুলিশ সদস্য সুলতানকে উদ্ধার করে ও হামলাকারী নিলুফা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। কনস্টেবল সুলতানকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়।

আমাদের কাগজ/এমটি