জাতীয় ৯ মার্চ, ২০২৩ ০৩:৫৫

আদানির বিদ্যুৎ এবার জাতীয় গ্রিডে

সংগ্রহীত

সংগ্রহীত

আমাদের কাগজ ডেস্ক: বহু আলোচিত ও প্রতীক্ষার পর  ভারতের আমদানি পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্র থেকে এবার পরিক্ষামূলক ভাবে বাংলাদেশ জাতীয় গ্রিডে এসেছে। এদিন(৯ মার্চ) সন্ধ্যায় ৫০ মেগাওয়াটের মত বিদ্যুৎ এসেছে বাংলাদেশে। এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিশ্চিত করেছেন।  

জানা যায়, বাংলাদেশে গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজ করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালনের জন্য পিজিসিবি( পাওয়ার গ্রীড অব বাংলাদেশ) চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী মনাকষা থেকে রহনপুর হয়ে বগুড়া প্রযন্ত ১৩৪ কি.মি দীর্ঘ ৪০০ বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং বগুড়ায় ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করেছে। বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ নবনির্মিত লাইন ও গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমান কম বেশি ৫০ মেগাওয়াট। 

এছাড়া আদানির বিদ্যুৎ কেন্দ্রের কয়লার দাম বেশি ধরা হয়েছে বলে এক সংবাদমাধ্যমে জানানো হয়েছে। 

 

আমাদের কাগজ/এমটি