শিল্প ও সাহিত্য ৩০ জুলাই, ২০১৯ ০৬:২১

সাইফ হাসনাতের কবিতা

ফেরার আর পথ নেই

একটা একটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে
ভুলেই যাচ্ছিলাম যে, পেছনে ফিরে তাকানো দরকার।

যেখানে পড়ে থাকছে বিগত অভিমান, কান্না
রাগ-অনুরাগ, কাম-বেদনা, ভালোবাসা, অনাহুত বিরহ
এবং তুমি।

কিন্তু যেই আমি ফিরে তাকালাম, দেখলাম
নেমে যাওয়ার আর কোনো রাস্তা
বাকি নেই। পেরিয়ে আসা প্রতিটি ধাপ ভেঙে
চৌচির হয়ে গেছে।

প্রথম ধাপের ধ্বংসাবশেষে জড়িয়ে আছে
প্রথম প্রেম ভাঙার কলজে ছেঁচা বেদনা। দ্বিতীয় ধাপে
বিলীন হয়ে গেছে বিগত কান্না, রাগ-অনুরাগ। 
এর পরপর ছড়িয়ে ছিটিয়ে আছে কবেকার 
আবেগি ভালোবাসাবাসি আর অনাহুত বিরহ-জ্বালা।
এবং তারপর গত-যৌবনা তুমি।

আমি একটা একটা সিঁড়ি ভেঙে আবার
উঠে যেতে থাকি। নেমে যাওয়ার সব পথ বন্ধ হয়ে গেছে,
উপরে ওঠা ছাড়া আমার আর কিছু করার থাকে না।

সূত্রঃ জাগো নিউজ ২৪ ডট কম