শিক্ষা ১২ মার্চ, ২০২৩ ১১:৫৬

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল দুপুরে, জানবেন যেভাবে

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ  ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল আজ দুপুরে প্রকাশ করা হবে। এ সময় সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ফল প্রকাশ করা কবে। এদিকে রোববার (১২ মার্চ) দুপুর দেড়টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তরে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন। 

তবে শিক্ষার্থীদের মনে একটি প্রশ্ন থেকেই যায়। কিভাবে দেখব নিজের রেজাল্ট। আর চিন্তা নয় চলুন জেনে নেই। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। 

পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে।

শনিবার (১১ মার্চ) বুয়েট ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

আমাদের কাগজ/এমটি