অপরাধ ও দুর্নীতি ১২ মার্চ, ২০২৩ ০১:২২

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির ৪৭৭ কোটি টাকা লোপাট : দুদককে অনুসন্ধানের নির্দেশ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে সরকারি অডিটে ৩২ অনিয়ম আর ৪৭৭ কোটি টাকা লোপাটের ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে, লোপাটের ঘটনা অনুসন্ধানের জন্য দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। 

হাইকোর্ট বলেন, ‘এসেনসিয়াল ড্রাগসে বড় রকমের দুর্নীতি হয়েছে। ওষুধের কাঁচামাল কমিয়ে নৈতিকতা ভেঙেছে সরকারি প্রতিষ্ঠানটি। এসবের অনুসন্ধান করা প্রয়োজন।’ এর আগে শনিবার একটি জাতীয় দৈনিকে এ বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়।

প্রসঙ্গত, গতকাল শনিবার দেশের একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ক্যান্টিন বন্ধ থাকা সত্ত্বেও ভর্তুকির বিল তোলা, কাঁচামালের তুলনায় ওষুধের উৎপাদন কম দেখিয়ে অর্থ তোলা, বিধি লঙ্ঘন করে টেন্ডার প্রদান, বিনা বিজ্ঞপ্তির মাধ্যমে এডহক ভিত্তিতে নিয়োগ বাণিজ্যসহ সরকারি অর্থ লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এসেনসিয়াল ড্রাগ্স কোম্পানি লিমিটডে (ইডিসিএল)। এমন কোনো অনিয়ম নেই যা হয়নি এখানে। এটি দেশের একমাত্র সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এটি।

সরকারি অডিটেই এ আর্থিক বড় দুর্নীতির চিত্র উঠে এসেছে। গত ২০২০-২০২১ অর্থবছরের অডিট প্রতিবেদনে ৩২টি গুরুতর অনিয়মে সরকারি ৪৭৭ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৩৭৮ টাকার আর্থিক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটিতে।

আমাদের কাগজ/এমটি