সারাদেশ ১২ মার্চ, ২০২৩ ০৬:৫৭

পুলিশ সেজে প্রেমিকাকে দেখতে গিয়ে ধরা খেলো যুবক

নওগাঁ প্রতিনিধি: পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে এসে আটক হলেন সোহেল রানা (২৪) নামের ভুয়া পুলিশ সদস্য।

গতকাল শনিবার রাতে নওগাঁর পত্নীতলা থেকে সোহেলকে আটক করে পুলিশ। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন।

এ তথ্য জানিয়েছেন পত্নীতলা থানার এসআই জাফর আহমেদ।

তিনি জানান, বেশ কয়েক মাস ধরে মোবাইল ফোনে পত্নীতলার ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সোহেল। গতকাল বিকেলে ওই তরুণীকে দেখতে তাদের বাড়িতে আসেন। এ সময় তিনি পুলিশের পোশাক পরেছিলেন। ব্যাজ ও ইউনিফর্ম ছাড়াও তার কাছ থেকে পুলিশের ব্যবহৃত বেল্ট ও জুতা উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তরুণীকে দেখার একপর্যায়ে সোহেলের কথায় সন্দেহ হয়। পরে থানার পুলিশকে খবর দেয় তরুণীর পরিবারের সদস্যরা। পুলিশ গিয়ে সোহেলকে জিজ্ঞাসাবাদ করে। তখন সোহেল স্বীকার করেন, তিনি পুলিশের সদস্য নন। পরে তাকে আটক করে থানায় আনা হয়।

এ ঘটনায় আজ রোববার সকালে মেয়ের বাবা আলমগীর হোসাইন বাদী হয়ে থানায় একটি প্রতারণার মামলা করেছেন। সেই মামলায় দুজনকে আসামি করা হয়।

আমাদেরকাগজ/এইচএম