বিনোদন ১৩ মার্চ, ২০২৩ ০৫:৩৭

মানব পাচারের শুটিং শেষ, চলছে ডাবিং  

বিনোদন প্রতিবেদক : মানব পাচারের করুণ কাহিনি নিয়ে নির্মাণ করা হচ্ছে ‘জলরঙ’। ভাগ্য বদলানোর আশায় জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে পাড়ি জমান অনেকেই। এভাবে বিপদে পড়েন অনেকেই, এমনকি জীবনও হারান। ২০২০-২১ অর্থবছরে সিনেমাটি সরকারি অনুদান পায়। দেলোয়ার হোসেন দিলুর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন অর্পূব রানা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক। জেলে চরিত্রে দেখা যাবে তাকে। তার বিপরীতে রয়েছেন নবাগতা উষ্ণ। 

‘জলরঙ’ নামে একটি নৌকা স্বাধীনতাযুদ্ধে ব্যবহার করা হয়েছিল। কিন্তু সেই নৌকাটি এখন মানব পাচারচক্র ব্যবহার করছে। এমন গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এরই মধ্যে শুটিং সম্পন্ন হয়েছে, চলছে ডাবিং এমন টাই জানান এর নির্মাতা অর্পূব রানা। 

অর্পূব রানা আরও বলেন, ‘আজ ডাবিংয়ে অংশ নিয়েছেন সাইমন সাদিক। ডাবিং শেষ করে কালার কারেকশনের কাজ শুরু করবো। আসছে ঈদের পর মুক্তির পরিকল্পনা করছি। রোজার এবং কোরবানীর ঈদের মাঝে ভালো সময় দেখে মুক্তির পরিকল্পনা করছি।’

এই নির্মাতা নতুন সিনেমার জন্য গল্প খুঁজছেন। ভালো গল্প পেলে নতুন সিনেমার কাজ শুরু করবেন বলেও জানান রানা।   

সাইমন সাদিক বলেন, ‘অপূর্ব রানা ভাইয়ের সঙ্গে এর আগেও কাজ করেছি। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। আমি এখন ‘নরসুন্দরী’ সিনেমার শুটিং করছি।’ 

সাইমন-উষ্ণ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, আশীষ খন্দকার, খালেদা আক্তার কল্পনা, রাশেদা, মাসুম আজিজ, শতাব্দী ওয়াদুদ, শহিদুল আলম সাচ্চু, জয়রাজ, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, এলিনা শাম্মী, পারভেজ সুমন, শরীফ চৌধুরী, কমল পাটেকর প্রমুখ। এএইচএম এনামুল হকের ‘জলরঙ’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে।

আমাদেরকাগজ/ এইচকে