জাতীয় ১৪ মার্চ, ২০২৩ ০৬:০৬

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৭ বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া থেকে অবৈধপথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১৭ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাদেরকে উপকূলে নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

মঙ্গলবার (১৪ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্যসাগরে সর্বশেষ মারাত্মক নৌকাডুবির পরে উদ্ধার হওয়া ১৭ অভিবাসীকে সোমবার ইতালীয় কর্তৃপক্ষ উপকূলে নিয়ে এসেছে।

রয়টার্স বলছে, অ্যালার্ম ফোন নামের একটি দাতব্য সংস্থা অভিবাসীদের দুর্দশার জন্য ইতালিকে দায়ী করেছে। সংস্থাটি বলছে, অভিবাসীবাহী ওই নৌকাটি সমস্যায় পড়েছে বলে শনিবার বারবার সতর্ক করা সত্ত্বেও ইতালি সেখানে তার কোস্টগার্ডকে পাঠায়নি।

এদিকে ইতালীয় সংবাদমাধ্যম এএনএসএ’র বলা হয়, বাংলাদেশি ১৭ অভিবাসন প্রত্যাশীকে উপকূলে এনে সিসিলি দ্বীপের পোজালো শহরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের সেখানে সেবা দেওয়া হচ্ছে।

সোমবার (১৩ মার্চ) ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা সম্পর্কিত এএনএসএ’র প্রতিবেদনে আরও বলা হয়, গত রোববার খারাপ আবহাওয়ার মধ্যে ৪৭ অভিবাসী বহনকারী নৌকাটি ভূমধ্যসাগরে ডুবে যায়। ইতালির কোস্টগার্ড জানিয়েছে, নৌকার ইতালির কোস্টগার্ড ধারণা করছে, ভূমধ্যসাগরে ৩০ অভিবাসী ডুবে গেছে।

অভিবাসীদের এ দুর্দশার জন্য ইতালিকে দায়ী করেছে অ্যালার্ম ফোন নামের একটি দাতব্য সংস্থা। সংস্থাটির দাবি, অভিবাসীবাহী নৌকাটি সমস্যায় পড়েছে বলে ইতালি কর্তৃপক্ষতে বারবার সতর্কতা সংকেত দেওয়া হচ্ছিল। কিন্তু তারা কোস্টগার্ড পাঠায়নি।


আমাদেরকাগজ/এইচএম