সারাদেশ ১৫ মার্চ, ২০২৩ ০৮:০৮

বজ্রপাতে সৌদি প্রবাসীসহ তিন জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলায় বজ্রপাতে সৌদিআরব প্রবাসী মো. নাদিম মুন্সী (২৫) আনোয়ারা বেগম(৫৫) ও সিফাত মোল্লা(২১) নামে যুবকসহ তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার, ১৫ মার্চ বেলা ১২ টার সময় ছয়গাঁও ইউনিয়নে ৬নং ওয়ার্ড নাজিমপুর গ্রামের বড়ভাঙ্গা ব্রিজের সামনে প্রবাসী ও মহিষার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে উত্তর মহিষারের গৃহবধূর এবং জাজিরার বড়কান্দি ইউনিয়নে কাচারব কান্দিতে বজ্রপাতে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটে।

সৌদিআরব প্রবাসী নাদিম মুন্সী ছয়গাঁও ইউনিয়নের রতন মুন্সীর ছেলে। গৃহবধূ আনোয়ারা বেগম মহিষার এলাকার বাসিন্দা মোসলেম মালের স্ত্রী। সিফাত উমরউদ্দিন মাদবরকান্দি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মোল্যার ছেলে। এছাড়া একই ইউনিয়নের কাচারি কান্দি গ্রামের সেলিম শেখ এর মেয়ে সুরা মনি(১.৫) নামে আরেক শিশুর অবস্থা গুরুতর। 

জাজিরা উপজেলার সিফাত ফসলি জমিতে কাজ করছিলো এই সময় হঠাৎ বজ্রপাত হলে সে ঘটনা স্থানেই মারা যায়। অন্যদিকে গুরুতর আহত শিশু সুরা মনির খালা পলি আক্তার জানান, সুরা মনি তার মা তানজিলার কোলে ছিলো হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হলে সুরা মনি খিচুনি দিতে থাকে এ সময়ে সে অসুস্থ হয়ে পরে।

ভেদরগঞ্জ উপজেলার উমরউদ্দিন মাদবরকান্দি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মোল্যার ছেলে বুধবার দুপুরে মাছের খামারের খাদ্যে(ফিড) নিয়ে যাওয়ার সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা ও তার বাবা ও ভাই তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এবং গৃহবধূ আনোয়ারা আকাশে মেঘ দেখে ফসিল জমি থেকে গরু ছেরে গোয়াল ঘরে নিয়ে আসার সময় বর্জপাতে তিনি ও তার সাথে থাকা গরুটিও মারা যায়।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল, মহিষার ইউনিয়নের চেয়ারম্যান হাজী অরুন হাওলাদার ও ছয়গাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মাঝী মোহাম্মদ আবুল হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যু এবং এক শিশুর আহত হওয়ার খবর পেয়ে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে উপজেলা পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. সোহাগ মিয়াকে পাঠিয়ে তথ্য সংগ্রহ করেছি। আমাদের নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদেরকাগজ/ এইচকে