সারাদেশ ১৫ মার্চ, ২০২৩ ১০:০২

ভোমরা দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বুধবার, ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। সরকারিভাবে পেঁয়াজের আমদানি অনুমতিপত্রের মেয়াদ না বাড়ানোর ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে পেঁয়াজ আমাদানি করতে পারবেন না ব্যবসায়ী।

বুধবার সাতক্ষীরার বড় বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৮ টাকা। আর খুচরা বিক্রি হচ্ছে ৩০ টাকা। অন্যদিকে, দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ৩০ টাকা, আর খুচরা বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৫ টাকা। ভোমরা স্থলবন্দর ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে, প্রতি টন পেঁয়াজ ভারত থেকে আমদানি হচ্ছে ১৩০ মার্কিন ডলারে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, বুধবারই ছিল ভারতীয় পেঁয়াজ আমদানির শেষ দিন। আমদানির অনুমতিপত্রের মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশি পেঁয়াজের দামের ভারসাম্য বজায় রাখতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করেন তিনি।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. জামালউদ্দীন বলেন, সাতক্ষীরায় এবার ৬৫৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। এখন উত্তোলন মৌসুম চলছে। উৎপাদনের টার্গেট রয়েছে ছয় হাজার ৫৫০ মেট্রিক টন।

আমাদেরকাগজ/ এইচকে