খেলাধুলা ১৭ মার্চ, ২০২৩ ০৭:৪৮

বিসিবি একাদশকে হারিয়ে মিশন শুরু আয়ারল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে  দীর্ঘ ১৫ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসা আইরিশরা এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং এক ম্যাচের টেস্ট খেলার আগে আজ বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচের মুখোমুখি হয়েছিল। যেখানে টাইগারদেরকে ৭৮ রানে হারিয়েছে সফরকারী দল। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বৃষ্টির কারণে ৪০ ওভারে নেমে আসা। ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৫৫ রান তোলে আয়ারল্যান্ড। ডিএল পদ্ধতিতে বিসিবি একাদশের সামনে লক্ষ্য দাড়ায় ২৫৯ রানের। জবাব দিতে নেমে ১৮১ গুটিয়ে যায় বিসিবি একাদশ।

টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক ইয়াসির আলি। উদ্বোধনী জুটিতে ৫৩ রান করে আইরিশ শিবির। ৩২ বলে ৩০ রানের ইনিংস খেলে রেজাউর রহমান রাজার বলে প্যাভিলিয়নে ফেরেন স্টিফেন দোহেনি। অ্যান্ডি বালবার্নির সঙ্গে ঠিক আরও ৫৩ রানের জুটির পর বিদায় নেন আরেক ওপেনার পল স্টার্লিং। ৫০ বলে তার ব্যাট থেকে আসে ৫৪ রান।

ব্যক্তিগত ১৭ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন বালবার্নি। রিশাদ হোসেনের স্পিন ঘূর্ণিতে আকবর আলিকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৯ রানে বিদায় নেন হ্যারি টেক্টর। এরপর হাল ধরেন কার্টিস ক্যাম্ফার। ইনিংসের শেষ পর্যন্ত উইকেটে টিকে ছিলেন তিনি। ৪৯ বলে তার ব্যাট থেকে আসে ৭৫ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৫ সংগ্রহ করে আইরিশরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন রাজা ও রিশাদ।

জবাবে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও জাকির হাসান মিলে গড়েন ৩৫ রানের জুটি। জাকির ১৮ রানে বিদায় নিলেও সৌম্য হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন। ৪৬ বলে করেন ৪৮ রান। এরপর থেকেই শুরু হয় ব্যাটিং ধস। শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার এবং ইয়াসির আলি রাব্বী ব্যাট হাতে ব্যর্থ হলে দলীয় ১০০ রানের মধ্যেই ৫ উইকেট হারায় বিসিবি একাদশ। 

আকবর আলী এবং শামীম পাটোয়ারী দলের হাল ধরার চেষ্টা করেন। দলীয় ১৪০ রানে আকবর ফিরলে আরও চাপে পড়ে বিসিবি একাদশ। ব্যক্তিগত ৩৬ রানে শামীম আউট হলে বিসিবি একাদশের ইনিংস থামে ১৮১ রানে। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ম্যাকব্রাইন ।

আমাদেরকাগজ/ এইচকে