???????? ১৮ মার্চ, ২০২৩ ০৬:০১

আয়ারল্যান্ডকে ৩৩৯ রানের লক্ষ্য দিল টাইগাররা

স্পোর্টস ডেস্ক : সিলেটে সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩৩৯ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা। মুশফিক-হৃদয়ের জুটিতে ঝড়ো গতিতে যোগ হচ্ছিল রান। কিন্তু ৪৬তম ওভারে মুশফিক-হৃদয়ে দ্রুত ফিরলে আটকে যায় রানচাকা। তাসকিন নেমে ছক্কা মেরে রান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ১১ রানের বেশি করতে পারেননি। হিউমের বলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন অ্যাডায়ারকে।   

সেঞ্চুরির কাছে থাকা সাকিবের বিদায়েও রান চাকা থেমে থাকেনি। বরং সেটি আরও তরান্বিত করেছেন মুশফিক-হৃদয়। দুজনের দ্রুতগতির ৫০ ছাড়ানো জুটিতে তিনশোর কাছেও পৌঁছায় স্বাগতিকরা। দলীয় ২৯৬ রানে হিউমের বলে বাউন্ডারি খুঁজতে গিয়ে তালুবন্দি হয়েছেন  ‍মুশফিক। তাতে ভাঙে ৪৯ বলে ৮০ রানের দুর্দান্ত জুটি। মুশফিকের বিদায়ের এক বল পর সাজঘরে ফিরেছেন সেঞ্চুরির কাছে থাকা তৌহিদ হৃদয়ও। তাতে ৮ রানের জন্য হৃদয় ভেঙেছে অভিষেকে সেঞ্চুরির কাছে থাকা এই ব্যাটারের। 

৮৫ বলে ৯২ রানে ফিরেছেন তিনি। হিউমের বলে বোল্ড হওয়ার আগে তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছয়ের মার। মুশফিকুর রহিম ২৬ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলে ফিরেছেন।    

এবারও আক্ষেপে পুড়লেন সাকিব, ৭ রানের জন্য। ৯৩ রানের ইনিংস খেলে থামলেন বাঁহাতি ব্যাটার। ৬৫ বলে ২ চারে পঞ্চাশ করার পর আগ্রাসী হয়ে ওঠেন তিনি। ৩৫তম ওভারে হ্যারি টেক্টরকে পাঁচ চার মেরেছিলেন। এরপর সতর্ক ব্যাটিং করতে থাকেন। ৩৮তম ওভারে গ্রাহাম হিউমের বলে পেছনে লোর্কান টাকারের গ্লাভসে ধরা পড়েন। ৮৯ বলে ৯ চারে সাজানো ছিল তার ইনিংস। ১২৫ বলে ১৩৫ রানের জুটি ভেঙে যায়।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুটি ওয়ানডেতে হাফ সেঞ্চুরি করেছিলেন সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ফিফটির দেখা পেলেন বাঁহাতি ব্যাটার। ৬৫ বলে ৫৩তম হাফ সেঞ্চুরি করলেন সাকিব। চতুর্থ উইকেটে ১০৩ বলে এই জুটির রান একশ ছাড়ায়। ফিফটির পর থেকে আগ্রাসী সাকিব। ৩৫তম ওভারেই হ্যারি টেক্টরকে পাঁচটি বাউন্ডারি মারেন তিনি। পরের ওভারেই প্রথম বলে সিঙ্গেল নিয়ে হাফ সেঞ্চুরি করেন হৃদয়। ৫৫ বলে ৫ চারে ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে ফিফটির দেখা পেলেন তিনি। নাসির হোসেন ও ফরহাদ রেজার পর তৃতীয় বাংলাদেশি হিসেবে অভিষেকে পঞ্চাশ করলেন হৃদয়।

সাকিব আল হাসান ৭ হাজার ওয়ানডে রানের মাইলফলকে নাম লিখলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০তম ওভারে কুর্টিস ক্যাম্ফারের শেষ বলে ১ রান নিয়ে এই কীর্তি গড়েন বাংলাদেশের অলরাউন্ডার। সাত হাজার ছুঁতে ২৪ রান দরকার ছিল সাকিবের।

তৌহিদ হৃদয় পেলেন ওয়ানডে ক্যাপ। ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টি খেলা এই ব্যাটারকে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রেখেছে বাংলাদেশ। চোখে আঘাত লেগে প্রত্যাশিতভাবে এই ম্যাচে খেলা হচ্ছে না মেহেদী হাসান মিরাজের। 

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সংক্ষিপ্ত স্কোর- বাংলাদেশ: ৫০ ওভারে ৩৩৮/৮ (হৃদয় ৯২, সাকিব ৯৩, মুশফিক ৪৪, তামিম ৩, লিটন ২৬, শান্ত ২৫)।

আমাদেরকাগজ/ এইচকে