আইন ও আদালত ২০ মার্চ, ২০২৩ ০৮:৫২

আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা মাহির স্বামী

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মাহির স্বামী রাকিব সরকার সৌদি আরব থেকে ওমরা হজ পালন করে দেশে ফেরার একদিন পর আদালতে আত্মসমর্পণ করে সম্পত্তি দখল ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন। সোমবার, ২০ মার্চ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক নিয়াজ মাখদুম সম্পত্তি দখল ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক দুটি মামলাতেই রাকিবের জামিন মঞ্জুর করেন।

রাকিব সরকারের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার সাদাত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাকিব সরকার সোমবার বেলা দেড়টার দিকে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়াজ মাখদুমের আদালতে আত্মসমর্পণ করে দুটি মামলাতেই জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। মামলা দুটিতে পুলিশের প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত এই জামিন বহাল থাকবে। চাঁদাবাজি ও মারামারির ঘটনার সময় রাকিব সরকার ও মাহিয়া মাহি দেশের বাইরে ছিলেন। যে জমি নিয়ে ঘটনা সেই জমিতে আদালতের স্থিতাবস্থা রয়েছে। এ কারণে আদালত প্রথম মামলায় রাকিবের জামিন মঞ্জুর করেন। 

অ্যাডভোকেট আনোয়ার সাদাত বলেন, “রাকিব সরকারের জমি দখলের ঘটনাকে কেন্দ্র করেই এই মামলার সূত্রপাত। রাকিব সরকার বিদেশে থাকায় উপায়ান্তর না পেয়ে ফেসবুকে লাইভ করেন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করার উদ্দেশে তারা লাইভ করেননি। তিনি ফেসবুকে লাইভ করেছিলেন মূলত তার সম্পত্তি রক্ষার জন্য।

গত শুক্রবার ভোরে গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় রাকিব সরকারের মালিকানাধীন গাড়ির শোরুমে হামলার ঘটনায় ফেসবুকে লাইভ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ সময় তিনি শোরুমে হামলার পাশাপাশি মহানগর পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন। 

এ ঘটনায় স্থানীয় ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি বিকেলে সংবাদ সম্মেলন করেন। তিনি রাকিব সরকারের বিরুদ্ধে কোটি টাকার জমি দখলের অভিযোগ করেন। এই অভিযোগে তিনি মাহি ও তার স্বামী রকিব সরকারসহ ২৮ জনকে আসামি করে মামলা করেন।

অপরদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে “মিথ্যা ও বানোয়াট” প্রচারণা চালিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন পুলিশ। বাসন থানার উপপরিদর্শক রোকন মিয়া বাদী হয়ে এই মামলা করেন।

শনিবার ওমরা হজ শেষে দেশে ফেরেন মাহিয়া মাহি। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কারাগারে পাঠানোর ৫ ঘন্টার মধ্যে ফের আদলতে থেকে জামিনে মুক্তি পান তিনি। এবার রাকিব সরকার আত্মসমর্পণ করে জামিন পেলেন।

আমাদেরকাগজ/ এইচকে