খেলাধুলা ২১ মার্চ, ২০২৩ ০১:৩১

বঙ্গবন্ধু কাপ কাবাডি ২০২৩

হ্যাটট্রিক শিরোপার হাতছানি বাংলাদেশর

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ তৃতীয় বারের মতো ফাইনালে উঠল। আগের দুই আসরে বাংলাদেশ কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার তৃতীয় আসরে বাংলাদেশ হ্যাটট্রিক শিরোপার হাতছানি দিচ্ছে।
 
আগামী বিশ্বকাপ কাবাডিতে খেলবে বাংলাদেশ এবং চাইনিজ তাইপে। এই দুই দেশ এশিয়া থেকে খেলার যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন ঢাকায় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে আসা আন্তর্জাতিক কর্মকর্তা। এশিয়ান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক সারোয়ার রানা জানিয়েছেন, এশিয়া অঞ্চল হতে বাংলাদেশ এবং চাইনিজ তাইপে বিশ্বকাপ কাবাডিতে খেলবে। একই সঙ্গে এ বছর চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস কাবাডিতেও খেলবে।’

ঢাকায় চলমান বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে উঠেছে বাংলাদেশ এবং চাইনিজ তাইপে। গতকাল বিকালে ভলিবল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ৪৫-২৬ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে চাইনিজ তাইপে ৫২-৪৪ পয়েন্টে ইরাককে হারিয়ে ফাইনালে ওঠে। আজ বেলা ১২টায় ফাইনাল খেলা শুরু হবে।

বাংলাদেশ দলের অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘আমরা ফাইনালে ওঠার মধ্য দিয়ে বিশ্বকাপ কাবাডি এবং এশিয়ান গেমসে কোয়ালিফাই করেছি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জাতীয় খেলার নাম কাবাডি। আর কাবাডির বিশ্বকাপে বাংলাদেশ থাকবে না এটা বেমানান হয়ে যায়। আমরা এটা অর্জন করতে পেরে খুশি।’

সেমিফাইনালে ম্যাচ সেরা পুরস্কার পাওয়া তুহিন তরফদার আজকের ফাইনাল নিয়ে বলেন, ‘চাইনিজ তাইপ নতুন দল। তবে ওরা শক্তিশালী। আমরা এসব ওভারকাম করেই ট্রফি ঘরে তুলব।’

অন্যদিকে চাইনিজ তাইপে জানিয়েছে, বাংলাদেশ শক্তিশালী হলেও আমরা সেরাটা দিয়ে ট্রফি নিতে চাই।  

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানিয়েছেন, বিশ্বকাপ এবং এশিয়ান গেমসে খেলতে যাওয়ার আগে আমাদের দলকে আমরা বিদেশে নিয়ে নিয়ে যাব। প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই পরিকল্পনা আমাদের রয়েছে।

আমাদেরকাগজ/ এইচকে