আমাদের কাগজ রিপোর্ট: দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
সম্প্রতি শওকত মাহমুদের নেতৃত্বাধীন ‘জাতীয় ইনসাফ কমিটি’-এর আড়ম্বরপূর্ণ নৈশভোজ নিয়ে সন্দেহ প্রকাশ করে বিএনপি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে ২০১৩ সালে প্রতিষ্ঠার প্রায় ১০ বছর পর নৈশভোজ আয়োজন করার মধ্য দিয়ে ফের প্রকাশ্যে আসার ঘোষণা দেয় সংগঠনটি। প্রতিষ্ঠার সময় ফরহাদ মজহার আহ্বায়ক ও শওকত মাহমুদ সদস্য সচিব ছিলেন এই সংগঠনের।
আমন্ত্রণপত্র দিয়ে ও ফোন করে এই নৈশভোজে বিএনপিসহ বিরোধী দলগুলোর শীর্ষ নেতাদের নিমন্ত্রণ করা হয়েছে। তবে আমন্ত্রণ পাওয়া দলের অনেকেই নৈশভোজে অংশগ্রহণ করেননি।
বিএনপি নেতারা মনে করেন, দীর্ঘদিন পর শওকত মাহমুদ এই কমিটি পুনর্গঠন করে কাজ করার ঘোষণা দেওয়ার পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। তারা বোঝাতে চেয়েছেন, এর পেছনে সরকার রয়েছে।
আমাদের কাগজ/টিআর