আমাদের কাগজ রিপোর্ট: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ক্যাম্প ১৩-তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী।
নিহত দুই জনের নামই রফিক। তারা ক্যাম্প ১৩ এর বাসিন্দা। গুলিবিদ্ধ ব্যক্তির নাম জানা যায়নি।
উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী বলেন, 'ক্যাম্প ১৩-তে একদল দুর্বৃত্তদের একটি দল দুপুর ১টার দিকে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে রফিক নামে এক রোহিঙ্গা মারা যান। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরেক গুলিবিদ্ধ হয়েছে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।'
আমাদের কাগজ/টিআর