সারাদেশ ২৪ মার্চ, ২০২৩ ০৩:৫৭

প্রথম রমজানে বৃষ্টির ছোঁয়া পেল রাজধানীবাসী 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

তুষার আহম্মেদ: আজ রমজানের প্রথম দিন। পবিত্র এই মাসটি শুরু হয়েছে রহমতের বৃষ্টি দিয়ে। এতে খুশিতে আত্মহারা রাজধানী ঢাকায় মানুষ। এদিন বেলা সাড়ে তিনটে নাগাদ মসুল ধারে বৃষ্টি হয়। শেষ হয় চারটার দিকে। 

রাজধানীতে সকাল থেকেই ছিল মেঘমেদুর পরিবেশে। সারা দিনও তাই। প্রতিদিনের জীবনযাত্রার রুটিন বদলে গেছে রোজার শুরু থেকেই। দিনের বেলায় পানাহার বন্ধ। প্রথম দিনটিতে রোজাদার মুসল্লিদের তেমন চরমভাবাপন্ন আবহাওয়ায় পড়তে হয়নি।

মহান আল্লাহ পাকের অনুগ্রহ লাভের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা দিনের বেলায় পানাহারে বিরত থেকে শুরু করেছেন সিয়াম সাধনা। জাগতিক মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ, লোভ, লালসা দমন করে আত্মশুদ্ধির এই সাধনা চলবে পুরো রমজান মাসে। দিনে রোজা রাখার পাশাপাশি মুক্ত হস্তে দান খয়রাত ও বেশি বেশি নফল ইবাদতের মধ্য দিয়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই মাসের দিনগুলো অতিবাহিত করবেন মুসল্লিরা।

বরাবরের মতো এবারও রোজার প্রথম দিন থেকেই বদলে গেছে শহরের দৃশ্যপট। হোটেল-রেস্তোরাঁগুলোর সামনে ছিল পর্দা টাঙানো। দুপুরের পর থেকেই পাড়া-মহল্লার গলির মোড়ে, ফুটপাতে, বাজারে, খাবার দোকানের সামনে বসে যায় ঐতিহ্যবাহী নানা ধরনের ইফতার সামগ্রীর পসরা।

 আমাদের কাগজ/এমটি