আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “কটূক্তি” করায় দুই বছরের কারাদণ্ড হওয়ার পর এবার লোকসভার পদ হারালেন। কেরালার ওয়েনাড লোকসভা আসনের সদস্য রাহুল। শুক্রবার, ২৪ মার্চ দুপুরে রাহুলকে অযোগ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে লোকসভা সচিবালয়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি
রাহুল গান্ধী সংক্ষিপ্ত হয়ে সকালে লোকসভায় যান। এ সময় লোকসভার অধিবেশনে ব্যাপক হট্টগোল হয়। বিক্ষোভ-প্রতিবাদের জেরে দুপুর পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করা হয়। এরপর রাহুল চলে যান। লোকসভায় এই সিদ্ধান্তের পর জরুরি বৈঠক ডেকেছে কংগ্রেস। এই বৈঠকে কংগ্রেসের স্টিয়ারিং কমিটি, সব রাজ্যের কংগ্রেসের সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে হাজির থাকতে বলা হয়েছে। বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করবে দলটি।
নরেন্দ্র মোদির নাম নিয়ে “মানহানিকর” বক্তব্য দেওয়ার মামলায় গুজরাটের সুরাটের একটি আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন। তবে আদালত রাহুলকে ৩০ দিনের জামিন এবং আপিল করার সুযোগ দিয়েছেন।
রাহুলের বিরুদ্ধে মানহানির মামলাটি হয়েছিল ২০১৯ সালে। ওই সময় লোকসভা নির্বাচনের প্রচারণায় নরেন্দ্র মোদির নাম নিয়ে কটাক্ষ করেছিলেন। বলেছিলেন, “চৌকিদার চোর। সব চোরের পদবি কেন মোদি হয়?
আমাদেরকাগজ/ এইচকে