জাতীয় ২৯ মার্চ, ২০২৩ ০৫:০৪

সাংবাদিক শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আমাদের কাগজ রিপোর্ট: দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলা হয়েছে।  

মঙ্গলবার (২৮ মার্চ) দিবাগত রাত ১টা ৩২ মিনিটে তেজগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া। এটি রাত সোয়া ২টায় মামলা হিসেবে রুজু হয়।

বুধবার (২৯ মার্চ) ভোরে সাভারের বাসা থেকে শামসকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করে তার পরিবার।


দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে সাংবাদিকদের জানান, মামলার ভিত্তিতে শামসকে গ্রেফতার করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, দৈনিক প্রথম আলোতে ২৬ মার্চ মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করায় এই মামলা করা হয়েছে। মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে ১ নম্বর এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।

 

 

আমাদের কাগজ/টিআর