সারাদেশ ২৯ মার্চ, ২০২৩ ০৭:০৮

‘আপা’ বলায় সাংবাদিকের ওপর ক্ষেপলেন নারী চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে “আপা” বলায় সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হন এক নারী চিকিৎসক। তিনি নিজেকে “ম্যাডাম” সম্বোধনেরপরামর্শ দিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিরুপমা পালের এমন পরামর্শ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চিকিৎসকের এমন আচরণে জেলা সিভিল সার্জন ডা. মো. মোয়াজ্জেম আলী চৌধুরীও বিব্রত। তিনি বলেন, “ভবিষৎতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হাসপাতালে ওই চিকিৎসকের ইন্টারভিউ নিচ্ছিলেন বিপ্লব শান্ত নামের স্থানীয় এক সাংবাদিক। এ সময় সাংবাদিক ওই চিকিৎসককে প্রশ্ন করেন, “আপা আপনার নাম কী?

তখন নিরুপমা পাল ওই সাংবাদিককে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করেন, “আপনি আমাকে আপা বলেছেন কেন? এ সময় পাশ থেকে আরেকজন জানতে চান, “তাহলে আপনাকে কী ‘ম্যাডাম' বলতে হবে?” তখন চিকিৎসক নিরুপমা পাল বলেন, “হ্যাঁ অবশ্যই”। 

সাংবাদিকরা প্রশ্ন করেন, “কেন আপনাকে ম্যাডাম বলতে হবে?” এ সময় ওই নারী চিকিৎসক পাশের একজনকে বলেন, “আচ্ছা উনি কেন আমাকে হ্যারাস করতেছেন?

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি সিংগাইরে একটি মারামারির ঘটনায় আহতদের ডাক্তারি সনদে ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে ওই চিকিৎসকের বিরুদ্ধে। এ বিষয়ে গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কয়েকজন সাংবাদিক তার বক্তব্য জানতে হাসপাতালে গেলে এমন ঘটনা ঘটে।

চিকিৎসক নিরুপমা পালের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। কল ধরে তার স্বামী ডা. পার্থ দাবি করেন, “ভাইরাল ভিডিও নিয়ে তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। এ মুহূর্তে বিষয়টি নিয়ে কথা বলতে চান না।”

জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম আলী চৌধুরী বলেন, “চিকিৎসকের রেগে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি জেনেছি। ভুল বোঝাবুঝি হয়েছে। ভবিষ্যতে যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না হয় এ জন্য ওই নারী চিকিৎসককে সে নির্দেশনা দেওয়া হয়েছে।”

রংপুরে ও কিশোরগঞ্জে “স্যার” সম্বোধন নিয়ে একই ধরনের আচরণের অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “সরকারি কর্মচারীরা জনগণের সেবক। তাদের স্যার বা ম্যাডাম ডাকার কোনো বাধ্যবাধকতা নেই। ভদ্রতার খাতিরে অনেকে স্যার বা ম্যাডাম ডাকেন। কিন্তু এটি ডাকা বাধ্যতামূলক কিছু নয়। কেউ যদি আপা বা ভাই ডাকেন, তাতে দোষের কিছু নেই। এতে মাইন্ড করারও কিছুই নেই। সরকারি চাকরিজীবীরা জনগণের সেবক- এই চিন্তা থেকেই কাজ করতে হবে।

আমাদেরকাগজ/ এইচকে