আন্তর্জাতিক ১ এপ্রিল, ২০২৩ ০৫:২১

নববধূ কেঁদে কেঁদে বললেন, ‘দুটো বিয়ে করব’

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ কান্নাকাটি করে পুলিশের পায়ের নীচে লুটিয়ে পড়ছেন ভারতের উত্তরপ্রদেশের এক নারী। দাবী জানান, বর থাকার পরও তিনি প্রেমিককে বিয়ে করতে চান। এতে হতভম্ব সেখানে কর্মরত খোদ পুলিশ টিম। ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগযোগ মাধ‌্যমে ভিডিওটি ভাইরাল।

আর এতে দেখা যায়, কেঁদে কেঁদে নববধূ বলছেন, ‘দুটো বিয়ে করব, দুটো বিয়ে। ’ তিনি প্রেমিককে বিয়ে করতে চান, তবে স্বামীকে তিনি ছাড়তে নারাজ। ওই নারীর এই দাবি শুনে পুলিশকর্মীরা তাকে থানা থেকে বেরিয়ে যেতে বললে খেপে যান। পুলিশের সঙ্গে হাতাহাতি করতে শুরু করেন। রাগের মাথায় পুলিশের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে আছাড় মারেন তিনি।

ওই নারীর স্বামী পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রীর নাম কাজল শর্মা। বিয়ের পর থেকেই প্রেমিকের সঙ্গে প্রেমালাপ চালিয়ে গিয়েছেন। তিনি জানান, ‘ও আমাকে এক দিন বলে, ও প্রেমিককে বিয়ে করতে চায়। একসঙ্গে দু’জনের সঙ্গেই সংসার করতে ইচ্ছুক সে। আমি ওকে বলি, এমনটা সম্ভব নয়। তাই পুলিশের কাছে গিয়ে দাবি জানায় সে। ’ 

তবে পরে এ ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

আমাদের কাগজ/এমটি