আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র আল আকসা মসজিদের প্রবেশপথে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ।
শনিবার (১ এপ্রিল) মধ্যরাতে অধিকৃত পূর্ব জেরুজালেমে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
নিহত যুবকের নাম মোহাম্মদ খালেদ আল-ওসাইবি। তার বয়স ২৬ বছর। তিনি বেদুইন শহর হুরার বাসিন্দা।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি মুসল্লিরা জানিয়েছেন, ওই যুবককে কমপক্ষে ১০টি গুলি করেছে ইসরায়েলি পুলিশ। তিনি মসজিদে ঢোকার সময় এক নারীকে হয়রানি থেকে বাঁচাতে চেয়েছিলেন। ঘটনার কয়েক ঘণ্টা পরেও ঘটনাস্থল রক্তে রঞ্জিত ছিল।
তবে ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মসজিদের প্রধান গেটের কাছে এক ইসরায়েলি পুলিশের কাছ থেকে অস্ত্র নেওয়ার চেষ্টা করেছিল ওই ফিলিস্তিনি যুবক। আত্মরক্ষার্থে ইসরায়েলি পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
আগের দিন শুক্রবার (৩১ মার্চ) ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানে এক লাখেরও বেশি মানুষ প্রার্থনা করতে জড়ো হয়েছিল। তাদের নিরাপত্তা দিতেই পুরো শহরে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
আমাদেরকাগজ/এইচএম