সড়ক দুর্ঘটনা ৯ এপ্রিল, ২০২৩ ০১:৪৯

পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরলো ৪ প্রাণ

আমাদের কাগজ ডেস্ক: দেশের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। অন্যদেক, কক্সবাজারের রামু উপজেলায় তারাবির পর বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক হাফেজ নিহত হয়েছেন।

রোববার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাহ্ আলম (৩৫) গার্ড তার বাড়ি জামালপুর শহরের বিয়ারা পলাশ ঘর এলাকায়। চঞ্চল বর্মণ (২৭) পাওয়ার টেকনিশিয়ান কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকায়। কাজল (৩৫) গাড়িচালক জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকায়। তারা সবাই গ্রামীণফোন কোম্পানিতে কাজ করতেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শনিবার রাত ৩টার দিকে দেওয়ানগঞ্জে গ্রামীণফোন টাওয়ারের কাজ করে রোববার সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর শহরের গ্রামীণফোন অফিস যাচ্ছিল তারা। এ সময় দেওয়ানগঞ্জগামী ট্রাক ও জামালপুর শহরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ-ভ্যানে থাকা অবস্থায় তিনজন নিহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে,  শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টায় উপজেলার জোয়ারিয়ানালা চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জোয়ারিয়ানালা মাদরাসার পরিচালক মাওলানা আবুবক্কর ছিদ্দিকের ছেলে হাফেজ মো. রিদুয়ান। তার বাড়ি একই ইউনিয়নের ঘোনার পাড়া এলাকায়। তিনি সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারি মাদরাসা থেকে আরবি সাহিত্যের ওপর কোর্স সম্পন্ন করেছেন।

প্রত্যক্ষদর্শী কফিল উদ্দিন জানান, শনিবার রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস পেছন দিকে ধাক্কা দিলে অটোরিকশার যাত্রী গুরুতর আহত হন। এ সময় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে নিয়ে যাওয়ার দুই ঘণ্টা পর তার মৃত্যু হয়।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স জানান, শনিবার রাতে এ ঘটনা ঘটে। এলাকার অমায়িক ছেলে হিসেবে পরিচিত রিদুয়ান।

 

 

 

 

আমাদের কাগজ/টিআর