আন্তর্জাতিক ১১ এপ্রিল, ২০২৩ ১০:১৮

পবিত্র কাবায় মুষলধারে বৃষ্টি (ভিডিও)

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ  এবারে ওমরাহ করতে আসা ওমরাহকারীদের ভিড় বেড়েছে বহুগুণ। একে ভাদ্রের চড়া রোদ তার উপরে দিনভর ভ্যাপসা গরমে অস্বস্তি। তবে পবিত্র রমজান মাসে কাবাঘরে  হঠাৎ প্রবল বৃষ্টি বর্ষণে তীব্র তাপ থেকে মুক্তি মেলে ওমরাহকারীদের। এ সময় প্রবল বৃষ্টি তাদের মধ্যে তৈরি করেছে অন্য রকম অনুভূতি। অনাবিল প্রশান্তি ছুঁয়েছে সবার অন্তর।

গতকাল সোমবার (১০ এপ্রিল) মুষলধারে বৃষ্টি বর্ষিত হয় কাবা প্রাঙ্গণে। বৃষ্টিস্নাত দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ করা হয়েছে মক্কা আঞ্চলিক অফিসের টুইট অ্যাকাউন্ট থেকে।

ভিডিওতে দেখা যায়, বৃষ্টিতে ভিজে ওমরাহ পালন করতে আসা অনেকে তাওয়াফ ও নামাজ আদায় করছেন। কাবাঘর স্পর্শ করে বৃষ্টির পানি ছুঁয়ে দেখছেন অনেকে। এছাড়া কেউ কেউ সুন্দর এ মুহূর্তটিকে বেঁছে নিয়েছেন নামাজ ও দোয়ার জন্য।

করোনার সব বিধিনিষেধ তুলে নেওয়ায় গত দুই বছরের তুলনায় এ বছর পবিত্র রমজান মাসে বেশি মানুষ ওমরাহ করতে এসেছেন।

উল্লেখ্য, শীত বিদায়ের পর থেকে ক্রমেই চড়ছে তাপমাত্রার পারদ। যার জেরেই বসন্তের মনোরম আবহাওয়ার আমেজ থেকে বঞ্চিত ও দুশ্চিন্তার কারণ। 

ভিডিওটি দেখতে ক্লিক করুন...

সূত্র: আল আরাবিয়া


আমাদের কাগজ/এমটি